মূল পাতা আন্তর্জাতিক ভারতে টাকা ফেরত চাইতে গিয়ে মূর্তি পূজা প্রসঙ্গে কথা বলায় গ্রেপ্তার এক মুসলিম ব্যক্তি
শেখ আশরাফুল ইসলাম 29 June, 2025 02:19 PM
টাকা ফেরত চাইতে গিয়ে হিন্দুদের দেবতা এবং মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার অভিযোগ তুলে হায়দ্রাবাদের নারায়ণগুড়ায় এক মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসন। ঘটনাটি শুক্রবার (২৭ জুন) রাতে স্থানীয় একটি খাবারের দোকানে ঘটে।
শনিবার (২৮ জুন) ভারতের সংবাদমাধ্যম মুসলিম মিরর সূত্রে এই তথ্য জানা যায়।
প্রত্যক্ষদর্শী এবং অনলাইনে প্রচারিত একটি ভিডিও অনুসারে, ৪৫০ টাকার বিল পরিশোধের পর ১৪০ টাকা ফেরত চায় গ্রেপ্তারকৃত ওই মুসলিম ব্যক্তি। কিন্তু সেটা তাকে ফেরত না দিয়ে তার সাথে ঝগড়া শুরু করে হিন্দু দোকানি।
দোকানে আসা অন্য আরেকজন গ্রাহক জানান, টাকা ফেরত না দেওয়ায় গ্রেপ্তারকৃত ওই মুসলিম ব্যক্তি দোকান মালিকের উপর ক্ষোভ প্রকাশ করেন। অসহায় চিত্তে তিনি বলেন, আমি ৪৫০ টাকা বিল পরিশোধ করেছি। আমাকে ১৪০ টাকা ফেরত দেওয়ার কথা। অথচ সেটা না দিয়ে তারা উল্টো আমার উপর রাগ দেখাচ্ছে।
এসময় গ্রেপ্তারকৃত মুসলিম ব্যক্তি রেগে গিয়ে হিন্দু দোকানিকে উদ্দেশ্য করে বলেন, আমি একজন মুসলিম। আমি আমার বিশ্বাসের প্রতি অবিচল। এই লোকেরা পাথরের পূজা করে। জানান ওই গ্রাহক।
এই কথা বলতেই সেখানে থাকা অন্যান্য হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ভিডিও দেখা যায়, তাকে মারতেও যায় কেউ কেউ।
নারায়ণগুড়ার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মুসলিম ওই ব্যক্তিকে ৩০২ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, ১৯৬ ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও ৩৫১ ধারায় অপরাধমূলক ভয় দেখানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
সম্ভাব্য সাম্প্রদায়িক অস্থিরতা এড়াতে ওই মুসলিম ব্যক্তির পরিচয় গোপন রেখেছে বলেও জানিয়েছে পুলিশ।